Thursday, June 08, 2006

জননী


জননী
     - কমলেশ পাল
 
 
কতবার বলেছি তো মা -
এ ভাবে পথের মধ্যে
অপমান করা ভালো নয় ৷
লোকের ঘৃণার দৃষ্টি ছুঁয়ে যায় কৃতঘ্ন হৃদয় ৷
 
কেন আসো ? কেন এসে ডাক বারম্বার ?
তোমাকে ভুলেছি আমি
প্রখর অঙ্গন ছেড়ে ছায়া-মায়া-মোহ-মাধুরীতে
মোহিনী আড়াল খুঁজে চেয়েছি উদ্ধার ৷
 
তবু তুমি বাঁধো স্নেহে
তুমি তবু রিক্ত মাঠে, সিক্ত নদীকূলে
মানুষে, পতঙ্গে, জলে, তালবৃক্ষে, প্রতি তৃণমূলে
আঁচল বিছিয়ে ধর আকন্যাকুমারী ৷
 
কিছুই গৌরব নেই
তোমাকে যা দিয়ে যেতে পারি ৷

No comments: