ফুল বিষয়ক
- কমলেশ পাল
- কমলেশ পাল
চোখে চোখে তোলা ছিল বেড়া
গোলাপ প্রচ্ছন্ন ছিল পাতা আর কুঁড়ির ভিতরে
গোলাপ লুকোনো ছিল ঘরে -
আজ ভোরে ফুটেছে কেবল ৷
যার জন্য দিয়ে গেছি সার, ঢেলে গেছি জল
সে আর আমার নয়, এক যুবকের ৷
সে আর আমার নয়, এক যুবকের ৷
হে মালী ফেরাও কেন চোখ ?
সে ফুল বিদায় চায়
নাও দু:খ, নাও অল্প শোক ৷
সে ফুল বিদায় চায়
নাও দু:খ, নাও অল্প শোক ৷
No comments:
Post a Comment