শিরোভূষণ
(কবি শক্তি চট্টোপদ্যায়ের প্রয়াণে)
- কমলেশ পাল
(কবি শক্তি চট্টোপদ্যায়ের প্রয়াণে)
- কমলেশ পাল
সবার হাতে শিরোভূষণ, সবার চোখে জল
নিজেকে রাজা বিলিয়ে দিল সবার হাতে হাতে ৷
ভালোবাসার গোধূলি মেখে বেভুল পদপাতে
প্রহর-পাড়ে পাগল ঘোরে, জানে না অকুস্থল ৷
সবার হাতে শিরোভূষণ, সবার চোখে জল ৷
নিজেকে রাজা বিলিয়ে দিল সবার হাতে হাতে ৷
ভালোবাসার গোধূলি মেখে বেভুল পদপাতে
প্রহর-পাড়ে পাগল ঘোরে, জানে না অকুস্থল ৷
সবার হাতে শিরোভূষণ, সবার চোখে জল ৷
আকাশ-জোড়া শিরোভূষণ, আকাশ-ভরা নীল -
মাটির থেকে অনতিদূরে দেখেই সাঁঝতারা
পাগল হাঁকে : আসছি আমি, দাড়ারে রাজা দাঁড়া ৷
প্রতিধ্বনি চতুর্দিকে : ভেঙেছে মহফিল ৷
আকাশ-জোড়া শিরোভূষণ, আকাশ-ভরা নীল ৷
মাটির থেকে অনতিদূরে দেখেই সাঁঝতারা
পাগল হাঁকে : আসছি আমি, দাড়ারে রাজা দাঁড়া ৷
প্রতিধ্বনি চতুর্দিকে : ভেঙেছে মহফিল ৷
আকাশ-জোড়া শিরোভূষণ, আকাশ-ভরা নীল ৷
পাগল আলাভোলা পাগল হেসেই কুটিকুটি -
"টিলায় ঘাস বিছানো হোলো, ঝর্ণা ঢালা হোলো
ওখানে তাঁকে দাঁড়াতে হবে পদ্যে টলোমলো ৷
আমাকে শিরোভূষণ দিয়ে তবে তো তাঁর ছুটি ৷"
পাগল আলাভোলা পাগল হেসেই কুটিকুটি ৷
"টিলায় ঘাস বিছানো হোলো, ঝর্ণা ঢালা হোলো
ওখানে তাঁকে দাঁড়াতে হবে পদ্যে টলোমলো ৷
আমাকে শিরোভূষণ দিয়ে তবে তো তাঁর ছুটি ৷"
পাগল আলাভোলা পাগল হেসেই কুটিকুটি ৷
No comments:
Post a Comment