Wednesday, May 24, 2006

গোলাপ নির্যাস

গোলাপ নির্যাস
- কমলেশ পাল
===============
তোমার আতরদানে গোলাপের রক্ত লেগে আছে৷

এ কথা সুগন্ধে নাই
বিজ্ঞাপনে একথা ছিল না
সেখানে চিত্রিত ছিল কোনো এক সুন্দরীর মুখ৷

এ কথা থাকে না লেখা
আমি একা স্বভাবের দোষে
রক্ত দেখে চমকে উঠি সিল্কের পোশাকে;
টানাপোড়েনের মাঝে কাশির ধমক শুনি
শিশুদের অনাহার শুনি

নিতান্ত স্বভাব দোষ৷
না হলে কি কবিতার মাঝখানে এইভাবে করোটি নাচাই!

ভাই, যেখানে যাবার আছে যাও
সিল্কের পাঞ্জাবি পরে ফুলের নির্যাস মেখে যাও৷
কেবল নজর থাকে যেন
আমাদের পরিচ্ছন্ন প্রতিটি জামায়
তাঁতিদের রক্ত লেগে থাকে৷

No comments: