Wednesday, May 24, 2006

সাগর তোমার জলে

সাগর তোমার জলে
---------
(1985 সালের মে মাসে বাংলাদেশের বিধ্বংসী বন্যার উপর লেখা)

সাগর তোমার জলে একদিন আমি
একগুচ্ছ কথামালা ভাসিয়েছিলাম৷
এখন সেখানে
মুগ্ধবোধ শব্দের বদলে
এক লক্ষ মানুষের শব ভেসে আছে৷
আমার প্রেমের তুমি মর্যাদা দিলে না৷

তবে জেনে রাখ
মানুষ আবার এসে মুছে যাওয়া মাটিতে দাঁড়াবে৷
আবার তাদের ঘর গৃহস্থালি হবে৷
তোমার ভ্রূকুটি ভুলে টিয়ারঙ ক্ষেতের কিনারে
মানুষের ভালবাসা গল্প করে যাবে৷

তখন তাদের নিয়ে লেখা হবে বিবিধ রচনা৷
এভাবে বানের জলে বার বার কথামালা ভাসাতে দেব না
বুক দিয়ে বেঁধে নেব বাঁধ৷

No comments: