Wednesday, May 24, 2006

বাড়ি ফিরে যাব

বাড়ি ফিরে যাব
-- কমলেশ পাল

ইচ্ছার পিছনে ইচ্ছে ছুটে যাচ্ছে ঝড়ের মতন
ট্রিগারে আঙুল রেখে তার পিছে ছুটে যাচ্ছি আমি৷
মৃগের পিছনে ব্যাধ, ব্যাধের পশ্চাতে
দুর্দান্ত শার্দুল ধাবমান৷

অরণ্য এখন স্তব্ধ
রুদ্ধশ্বাস দেখে যাচ্ছে এইসব রক্তাক্ত প্রস্তুতি৷
নদী শান্ত শুয়ে আছে নির্লিপ্ত জ্যোত্স্নায়
দূরে গ্রাম, নাম বাতাসিয়া
যাত্রার আসরে মাতে - হ্যাজাকের আলো৷
আমি কালো অন্ধকারে আরো ঘোর অন্ধকার খুঁজে
আমার ভিতরে আমি অপসৃয়মান৷

হে অরণ্য, কথা বল, ফেরাও আমাকে৷
নদী জেগে রুদ্ধ কর পথ৷
বাতাসিয়া, আমাকে বসাও ডেকে আলোকিত যাত্রার আসরে৷
ইচ্ছার পিছনে ইচ্ছে, তার পিছে আমি
মৃগতৃষ্ঞা আমাকে ছোটায়৷
মুঠোয় একাগ্নি-বাণ আমাকে ছোটায়৷
আমাকে জড়িয়ে ধর, ভালোবাসো, অস্ত্র কেড়ে নাও

পথ বল, বাড়ি ফিরে যাব৷

No comments: