Wednesday, May 24, 2006

আমার ভাইয়ের রক্ত

আমার ভাইয়ের রক্ত
=============
খুব যে ঘোরাচ্ছ খাঁড়া ধর্ম ধর্ম করে ৷৷৷৷
রঘুপতি,
আমার ভাইয়ের রক্ত
এক ফোঁটা তোমাকে দেব না৷
রক্ত এত সস্তা নয় যে ঢেলে দেব ছুরির ফলায়৷
যদি লাগে, রক্ত দেব ল্যুকোমিয়ায় ভোগা মেয়েটিকে৷
আমার ভাইয়ের রক্ত পাবে ঐ কারখানার আহত যুবক৷
আমাদের রক্ত পেয়ে সুস্থ হয়ে হেঁটে যাবে জরিনা অরুণ৷

ধর্ম যদি আকাশের গোরাচাঁদ হয়ে
জ্যোত্স্নার মতন প্রেম জনে জনে বিলোতে না পারে
তবে সে কৃপণ মরে যাক৷

নি:স্ব হলে ঝরে যাক, উড়ে-পুড়ে যাক -
সে ধর্ম নিজেকে খাক, মানুষের রক্ত কেন খাবে?

রঘুপতি,
ধর্মে তুমি জাগিয়েছ খড়গের পিপাসা -
আমার ভাইয়ের রক্ত এক ফোঁটা তোমাকে দেবো না৷

No comments: