Wednesday, May 24, 2006

দিয়ে যাব কৃপাণ জাগিয়ে

দিয়ে যাব কৃপাণ জাগিয়ে
=============
বাতাস ঘুরিয়ে দিয়ে যাব৷
সইতে পারিনা আমি মুণ্ডমালা গাঁথা৷
কুঁড়ির মতন এই শিশুটিকে ছিঁড়ে
কে এনেছ রেস্তোরায় বাজারি সেবায়?
বাজার গুঁড়িয়ে দিয়ে যাব৷

কুঁড়ি আমি ভালোবাসি, ফুল ভালোবাসি৷
প্রিয়াকে ফুলের নামে ডাকি মধ্যযামে৷
নৈR্তে ভ্রুকুটি দেখে যাকে ডাকি :
কিংশুক ! কিংশুক !
সে আমার কনিষ্ঠ সন্তান৷
সমস্ত উজাড় দেশ করে যাব ফুলের বাগান৷

বাঁকানো ধাতুর দম্ভে কেউ যদি বাড়াও আঙুল;
একটি কলিরও যদি স্পর্শ কর চুল -
দিয়ে যাব কৃপাণ জাগিয়ে৷

ফুল, তোরা নির্ভয়ে ফুটিস দেশময়;
ঝকমক করে যেন প্রতিটি পরাগে সূর্যোদয়৷

No comments: