Wednesday, May 24, 2006

কথা ছিল

কথা ছিল
- কমলেশ পাল
====================================
গ্রীষ্ম যখন নুনে ঘামে এলোমেলো
হটাত্ দহন জুড়িয়ে দিয়ে বৃষ্টি এলো৷
জানলা দিয়ে তাকিয়ে দেখি গাছগুলো সব
স্নান করে যায় মেঘ-সাওয়ারের নিচে নীরব৷
ভিতর থেকে বেজে ওঠে কার করাঘাত?
কথা ছিল তোমার সঙ্গে, রবীন্দ্রনাথ

সময় কোথায়? সামনে আমার মস্ত সিঁড়ি
মাড়িয়ে মানুষ চড়তে হবে রজত-গিরি৷
এমন সময় সমতলের সহজ গানে
বাউল পথের রাঙা ধুলোয় কে যে টানে?
আলিঙ্গনের জন্যে বাড়াই নষ্ট দুহাত -
কথা ছিল তোমার সঙ্গে, রবীন্দ্রনাথ

অরণ্যময় ধর্মে বাজে বাজনা দ্রিদিম -
ঘুমের থেকে লাফিয়ে ওঠে কিরাত আদিম!

হিংস্র পেশীর মুণ্ড-শিকার প্রবণতা
মুছতে থাকে তখন যে কার কাব্যগাথা ৷৷৷৷৷৷৷
ভালোবাসায় যায় গলে যায় কাতান করাত৷
কথা ছিল তোমার সঙ্গে, রবীন্দ্রনাথ

আকাশজোড়া অন্ধকারের বিজ্ঞাপনে
যায়রে ভোরের মুখচ্ছবি বিস্মরণে৷
টলছি যখন নেশাকাতর পণ্য মাতাল
শাঁখ বাজিয়ে ডাকল কে এক কালের রাখাল -
আলোর জন্য মশাল খোঁজে বিষন্ন রাত৷৷৷৷৷৷৷
কথা ছিল তোমার সঙ্গে, রবীন্দ্রনাথ৷


No comments: