Wednesday, May 24, 2006

গাণ্ডীবের তৃতীয় নয়নে

গাণ্ডীবের তৃতীয় নয়নে
- কমলেশ পাল
==========================
পার্থ ক্ষমা কর৷
বুড়ো-হাড়ে আর তুমি টংকার তুলো না৷
ভেঙে যাব, গুঁড়ো হয়ে যাব৷

অনেকের মুণ্ডু কেটে দিয়েছি তোমাকে
অনেকের হত্পিণ্ড, অনেক মুকুট ৷৷৷৷৷
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গাণ্ডীবের তুল্য কোনো
মস্তান ছিল না৷
তোমার নিমিত্ত আমি
কারো বা নিমিত্ত তুমি
কারো দৈবাদেশে ৷৷৷৷৷
পার্থ, হাতে বড় রক্ত লেগে আছে৷
গৌরব যে এত কালো, কীর্তি যে এত লজ্জাকর
ভেবেছ কখনও?
একদিন নিহত বাঘের বুকে
পা রেখে যে তুলিয়েছি ছবি -
জয়স্তম্ভ গড়িয়েছি হত্যার উপরে,
তা যে এত ভয়ংকর, কদর্য কুত্সিত -
মন্দিরের মধ্যে এত অন্ধকার, মিথ্যা বিশ্বরূপ-
খুন ও হত্যার মধ্যে শব্দের চাতুর্য ছাড়া
নেই কোনো মহত্ অভিধা -
বুঝতে পারিনি৷

আজ এই উপান্ত বয়সে
অশক্ত কাঠের চাপ-এ আর কোনো সম্ভবামি নেই৷
মাটির শরীর ফুটে বেরিয়েছে আমাদের গোপন সন্ত্রাস৷

মৃত্যুর সংগীত আর রণবাদ্য মুলতুবি রেখে
প্রতিষ্ঠা ও করতালি মুলতুবি রেখে
আমরা দেখিনি
ভাঙা ঘর, ছেঁড়া মুখ, উলঙ্গ শরীর -
পিঁপড়ের মতো
মানুষের ইতস্তত অন্নের সন্ধান -
স্তুপীকৃত দরখাস্তের নিচে

বেকারের অপব্যয়ী লাশ৷
আমরা তো দর্পণ দেখিনি৷

এ বয়সে কার দিকে ছুঁড়ে দেব তীর?
দুটো চোখে ছানি হলে তৃতীয় নয়ন ওঠে জেগে
প্রকৃত লক্ষের দিকে কেঁপে ওঠে কঠিন তর্জনী৷
পার্থ, তুমি টংকার তুলো না -
তোমাকেই বিঁধে ফেলতে পারি৷

No comments: