Wednesday, May 24, 2006

চিঠি

চিঠি
- কমলেশ পাল
ইস্পাত পাঠিয়ো কিন্তু সঙ্গে কিছু ভালোবাসা দিয়ো৷

আমাদের নিমাই কয়াল
প্রতিটি নাটকে যার মৃত-সৈনিকের
নি:শব্দ শয়ন ছাড়া অন্য কোনো ভূমিকা জোটে না -
তার জন্য কিছু দৃপ্ত সংলাপ পাঠিয়ো৷

কালোদার কন্যা সুমনাকে
জাপুরের পাত্রপক্ষ বাতিল করেছে৷
তার কোনো দোষ নেই, জন্মলগ্নে নক্ষত্র বিভ্রাট৷
কোথাও সন্ধানে যদি কেউ থাকে প্রকৃত পুরুষ
সত্বর পাঠিয়ো বরবেশে৷

এ তল্লাটে ভাদ্রমাসে দেবতা নামেনি৷
পারো তো ধানের বুকে দুধ করে পাঠিয়ো আশ্বিনে -
ইস্পাত অবশ্য দিয়ো, সঙ্গে দিয়ো হদৃয় প্রতুল৷

No comments: