Wednesday, May 24, 2006

চক্ষুদান

চক্ষুদান
- কমলেশ পাল

হ্যাঙারে রয়েছি ঝুলে, মুখ নেই, পাঞ্জাবিতে আছি৷
হাত নেই, হাতাতে রয়েছি৷
যথেচ্ছ ছিল না দেহ, মুখ ভার ছিল -
তাদের ভাসান দিয়ে প্রভূত বাতাস হয়ে আছি৷

দেবচক্ষু চেয়েছিলে তুমি৷
অথচ আমার পক্ষে চশমার কাচ ছাড়া
শুভদৃষ্টি আয়ত্বে ছিল না৷
মধুময় ওষ্ঠ চেয়েছিলে৷
অথচ সেখানে পেলে দগ্ধ মাংসে তাম্রকূট জারিত বিস্বাদ৷

শরীর প্রাচীন ছিল, রটনায় ব্যবহতৃ ছিল৷
জরদব দলমাদলে ইতিহাস ছিল৷
দুই হাতে নিপীড়ন, আঙুলে আঙুলে বাঘনখ -
প্রবল আকর্ষ ছাড়া মুদ্রা-ভঙ্গি কিছুই ছিল না৷

আজ আমি সবটুকু শারীরিক অপরাধ খুলে
হ্যাঙারে পাঞ্জাবি হয়ে আছি৷
এইখানে তোমার পছন্দ-মতো কুমার সম্ভব দেহ দাও৷
গড় হাত দীর্ঘলয়ে, ওষ্ঠ মধুময় -
কাঁধের উপরে রাখ ইচ্ছাখুশি মুখ৷
মুখের উপরে ঝুঁকে প্রাণভরে দেবচক্ষু আঁকো৷

0 Comments:

Post a Comment

<< Home