Wednesday, May 24, 2006

আড়ালে নিতাই চেল

"অবিশ্রাম রক্তের প্রপাত"" কাব্যগ্রন্থ থেকে

আড়ালে নিতাই চেল
- কমলেশ পাল

উপরে যে ফুল ফোটে, সেই ছবি সবটুকু নয়৷
হয়তো বৃক্ষের আছে অন্য কোনো গুপ্ত পরিচয়৷

পলাশ শিমুল বলে আমরা ফুলের নামে ডেকেছি তাদের
তবু তারা তাকায়নি ফিরে৷
যেন অন্য ধ্যানের গভীরে নীলিমায় ডুবে আছে ৷৷৷৷৷৷৷৷
যেন তারা বোলানের লালমণি দাস
হঠাত্ কলকাতায় এসে
টাটা-সেন্টারের দিকে চেয়ে আছে পলকবিহীন৷
কোর্টে তার কেস ছিল, এ মুহূর্তে বিষয়রহিত৷

হয়তো ফুলের কাছে আদপেই বৃক্ষটৃক্ষ নেই৷
ফুলের পাগড়ি খুলে ঐ উঁচু শাখায় টাঙিয়ে
বৃক্ষেরা ভ্রমণে গেছে শিকড়ের পথ বেয়ে অন্যত্র কোথাও৷
অথবা এ ছৌ-নাচ দড়ি বাঁধা ফুলের মুখোশ --
আড়ালে নিতাই চেল, গোপীনাথ, ভুবন মাহাতো, কালো মাঝি৷

উপরে যে ফুল ফোটে, সেই ছবি সবটুকু নয়৷
হয়তো বৃক্ষের আছে অন্য কোনো গুপ্ত পরিচয়৷





No comments: