Wednesday, May 24, 2006

ও প্রাণ মৃদুল হাওয়া

ও প্রাণ মৃদুল হাওয়া
- কমলেশ পাল
=================================
কোথায় চলেছ ও প্রাণ মৃদুল হাওয়া?
সুদূরের এই প্ররোচনাটুকু শুধু কি তোমারই পাওয়া?
আমারো দুয়ারে অপেক্ষারত নিদ্রাকাতর ঘোড়া
গৃহস্থালির বোঁটায় ধরেছে প্রবাস বর্ণচোরা৷

হতৃপ্রসিদ্ধ দীঘির স্খলিত ঘাটে
প্রাচীণ পৃথুলা বটের অবেলা কাটে
অতিবৃষকায় অলস রোমন্থনে,
আমি জল ঢালি -
দোপাটির চারা লাগিয়েছি অঙ্গনে
কী যে প্রচণ্ড সময়ের চোরা টান!
তারই বিরুদ্ধে বেপথু দাঁড়িয়ে খুঁজি কিছু সমাধান৷
ভণ্ডুল ঘর গোছাতে গোছাতে আমারো আবছা যাওয়া৷
কোথায় চলেছ ও প্রাণ মৃদুল হাওয়া?

No comments: