কবন্ধের ভাবনা
- কমলেশ পাল
==========
আবার কোথায় কোন্ অভ্যুত্থান হোলো? ৷৷৷৷৷
বুদ্ধিজীবী দুটি ভূত এ-নিয়ে বারান্দা জুড়ে আলোচনা করে :
বেইরুটে নাকি সব দ্রুজ মিলিশিয়া? ৷৷৷৷
সব শালা পেন্টাগন !
এখানেও বিচ্ছিন্নতাবাদ ৷৷৷৷
কবন্ধের মাথা নেই, এর বেশি ভাবতে পারে না৷
একটির মাথা গেছে ব্যক্তিগত বাণিজ্য ভাঁড়ারে
অন্যটির মাথা গেছে রাষ্টীয় ভাগাড়ে -
মাথা নেই,
এর বেশি মাথা ব্যথা নেই৷
আবার কোথায় কোন অভ্যুত্থান হোলো? ৷৷৷৷
মানে, কোনো মিলিটারি ক্যুপ? ৷৷৷৷
একজন বলে : ভালো৷
অন্যজন ডেমোক্রাসি প্রিয়৷
অভ্যুত্থান মানে যদি গণজাগরণ? ৷৷৷৷৷
তা হলে তো কেলেঙ্কারি, আরেব্বাস্
সে তো গিয়ে বিপ্লব টিপ্লব৷
তা হলে আবার মাথা
এব ংনিজস্ব মাথা বইতে হবে ব্যক্তিগত ঘাড়ে ৷৷৷৷৷৷
এ নিয়ে কবন্ধ দুটি অন্ধকারে মৃদু লেজ নাড়ে৷
No comments:
Post a Comment