কোন সত্যে নিতে চাও
-- কমলেশ পাল
যা দেখেছি সবই নাকি ভুল৷
বাঁকানো আঙুল
খুলে নেয় বৃক্ষের শরীর থেকে ছাল৷
ভিতরের কুত্সিত কংকাল দেখা যায়৷
এই সত্য?
সত্যের সন্ধানে যেতে অতখানি দূর,
অতটা নিষ্ঠুর আমি কোন ধ্যানে নিজেকে বানাই?
আমি ভয় পাই৷
যা শুনেছি সবই নাকি ভুল৷
বাঁকানো আঙুল
ছিঁড়ে নেয় নদীটির নূপুর যখনই
তরঙ্গের অর্কেস্ট্রা সিম্ফনি থেমে যায়৷
এই সত্য?
সত্যের সন্ধানে যেতে ভুলে যাব সুর?
অতটা নিষ্ঠুর আমি কোন মন্ত্রে নিজেকে সাজাই!
আমি ভয় পাই৷
অন্ধ ও বধির করে কোন সত্যে নিতে চাও তুমি?
আমাকে করেছে বন্দী সবুজ সংগীতে বনভূমি৷
No comments:
Post a Comment