Wednesday, May 24, 2006

জেগে আছ সন্ন্যাসী ডাকাত

জেগে আছ সন্ন্যাসী ডাকাত
কমলেশ পাল
==============================
হদৃয়ে গাঁথবে বলে জেগে আছ ত্রিশূলের মতো৷
আঘাত ফেরাবে বলে
কব্জিতে থাপ্পড় জুড়ে দাঁড়িয়ে রয়েছ৷
জেগে আছ লাল নুড়ি মাঝপথে সিঁদুর মাখানো
জেগে আছ অন্ধকারে সন্ন্যাসী ডাকাত৷

সে তোমাকে ছুঁয়ে গেছে কতবার গোপন গোকুলে৷
ত্রিশূলে রক্তের চিহ্ন
তুমি তাকে দেখেও দেখনি৷
সে তোমার নষ্ট-হাতে বার বার চুমু রেখে গেছে৷
হাতের তালুতে কিছু দ্রবনীয় স্নিগ্ধ অনুভুতি
বাতাস বাতাস কিছু গন্ধ মদিরতা -
তুমি যাকে ফেরাতে পারনি৷

কিছু কথা, কিছু শারীরিক
মেদ-মদ্য-প্রবণতা, অস্থির ভঙ্গিমা
কিছু ফুল, লোমশ জিঘাংসা কিছু, তীক্ষÁ ব্যবহার
তোমার মৃগয়া নিয়ে তুমি জেগে আছ৷

হদৃয় কখন এসে ব্রজরজ মেখে গেছে কপালে তোমার
তুমি তার কিছুই জাননা৷

0 Comments:

Post a Comment

<< Home