Wednesday, May 24, 2006

প্রস্তাব

প্রস্তাব
-- কমলেশ পাল


বকুল বাংলোর কাছে প্রস্তাব রেখেছি

সে যেন আমার জন্য একখানি বেতের চেয়ার
অপেক্ষায় রাখে৷ আমি ঠিক পৌঁছে যাব দু"মিনিট আগে কিংবা পরে

যতক্ষণ ঘোড়া আছে ঝড় চিরে কেশর ওড়াব;
ঝালায় ফাটাব তান, যতক্ষণ স্নায়ু টান আছে;
এখনো বাতাস আছে অধিকন্তু বুকের হাপরে -
অ আ ক খ নানা বর্ণে ফোলাব বেলুন৷
ধুলোর পাগড়ি রুখু মাথায় জড়িয়ে
এখন মেলায় যচ্ছি৷ বাউণ্ডুলে স্বভাবের ট্যাঁকে
যা কিছু খুচরো আছে লোকায়ত উত্তরাধিকার -
তা দিয়ে জিলিপি কিনে লুট দেবো বাচ্চার দঙ্গলে;
লাবণ্যময়ীর জন্যে কস্তাপেড়ে হাসি নিয়ে যাব
টলোমলো দৃষ্টির দুয়ারে৷

তোমাদের অনুষ্ঠান সঠিক সময়ে ফোটা চাই৷
আমি ঠিক পৌঁছে যাব দুমিনিট আগে কিংবা পরে৷
বকুল বংলোয় যেন একখানি বেতের চেয়ার
আর চুপ অন্ধকার থাকে অপেক্ষায়৷

No comments: