Wednesday, May 24, 2006

চশমা বদল

চশমা বদল
======
সন্দেহ করেছে কিছু, গোয়েন্দা পুলিশ গেছে ঘুরে
ডাকাত শিমুল এক স্নান করে রক্তের পুকুরে৷
এ দেখে অভ্যস্ত নই
এ ভাবে দেখেই জাগে ভয় -
আমার পুরনো চশমা কার সঙ্গে হল বিনিময় !
সে দেখতে কেমন ছিল?
শালপ্রাংশু অগ্নিহোত্রী ! পিত্তলে বাঁধানো ছিল বুক?
সে দেখতে কেমন ছিল?
এলোমেলো ভালোবাসা যুবকের মুখ?
সে কি কবি? রাজদ্রোহী? শিকড় উপড়ে ফেলা ঝড়?
সুতীক্ষÁ বর্শার মুখে বিদ্ধ করে দাঁতাল শূকর!
সেও কি আমার চশমা এঁটে আজ
ঝাপসা দেখছে দেশ-দশ-কাল-ভবিষ্যত্?
উজ্জ্বল আলোর ঝাপটা - অন্ধকারে ভুল করে পথ?
সে কি আজ রাজসাক্ষী? কর্তার দোহার?
সে কি আজ ভয় করে জেলখানা, অসহ্য প্রহার?
অথবা চশমায় নেই,
দ্বিতীয় যুদ্ধের আগে দেখে নিচ্ছে নির্ভুল নিশানা -
পাথরে ঘষার পর আঙুলে পরখ করে
তীব্র ছুরিখানা !
সন্দেহ করেছে কিছু, গোয়েন্দা পুলিশ গেছে ঘুরে
ডাকাত শিমুল এক স্নান করে রক্তের পুকুরে৷

0 Comments:

Post a Comment

<< Home