Wednesday, May 24, 2006

রক্তের গভীরে

রক্তের গভীরে
=======
ঘাতক দেখেছি আমি, কখনও দেখিনি গুপ্তচর
ঘাতক বাইরে ছিল, গুপ্তচর রক্তের ভিতর
কোথায় একটি জবা ফুটেছিল রাজাদেশ ছাড়া
গোপনে মন্ত্রীর কানে এ সংবাদ তুলেছিল কারা
মুহূর্তে মশাল হাতে ছুটেছিল এক লক্ষ তেজী ঘোড়সোয়ার
পুড়েছিল জবার সংসার
"এসব দেখিনি আমরা" - চোখ বুজে বলি পরস্পর
ঘাতক বাইরে থাকে, গুপ্তচর রক্তের ভিতর৷

0 Comments:

Post a Comment

<< Home