Wednesday, May 24, 2006

বুক পকেটে ছিদ্র ছিল

বুক পকেটে ছিদ্র ছিল
===========
-- কমলেশ পাল
বুক পকেটে ছিদ্র ছিল, কলম গেছে ঝর্ণা সমেত৷
কলমভরা দুখ্খু-টুখ্খু, বিসর্গরূপ অশ্রুবিন্দু
পদ্য লিখে ফুরোয়নি যা -
কাটাকুটি রক্তপাতের পরেও ঈষত্
কোমার মধ্যে জ্যান্ত ছিল৷

মড়ার মতো আড়ষ্ট এক গোল্লাছুটের গঙ্গা প্রবল
ভগীরথের অপেক্ষাতে থাকতে থাকতে
পকেট গলে নিরুদ্দিষ্ট৷

হে কোতোয়াল,
চিত্র তাহার হয়নি তোলা৷

বিশেষ চিহ্ন? কোথায় পাব -
প্রমাণ হয়নি তেমন কোনো বিশিষ্টতাই৷
তবু হঠাত্ হাত বুলালে তারই জন্যে
বুকটা কেমন হাওয়া-হাওয়া ৷৷৷৷

আমার কি দোষ? দোষ খলিফার -
বুক-পকেটে ছিদ্র ছিল, কলম গেছে ঝর্ণা সমেত৷

No comments: