Wednesday, May 24, 2006

একটি প্রেসার কুকার এবং ভারতবর্ষ

একটি প্রেসার কুকার এবং ভারতবর্ষ
কমলেশ পাল 

উনুনের সামনে আমার স্ত্রী হাঁটুর উপর থুতনি রেখে 
চুপচাপ বসে আছে৷ তার ফুট-চারেক দূরে 
আমাদের বাচ্চারা বসে আছে৷ 
উনুনের ওপরে প্রেসার কুকার৷ 
সেটি দু মিনিট অন্তর ছেড়ে যাচ্ছে দীর্ঘশ্বাস৷ 
ভিতরের তুমুল উত্তাপ, উত্তেজনা - 
মাংস আর মসলার তুলকালাম কাণ্ডকারখানা - 
মাঝে মাঝে ফোঁস্ করে ছড়িয়ে দিচ্ছে খানিকটা বাষ্প 
খানিকটা মসলার ঝাঁঝ৷ 

আজ দুপুরে দেখলাম, মৌলালি দিয়ে ধর্মতলায় 
ঢুকে যাচ্ছে কৃষকদের দীর্ঘ মিছিল৷ 
গতকাল আরও বড় শ্রমিক-জমায়েত নাকি বম্বেতে হয়েছে৷ 
গত পরশু দিল্লিতে বোটক্লাবের সামনে অনশন গেছে৷ 
আগামী-কাল ভারত বন্ধ্৷ 
গণতন্ত্র কাজ করছে৷ 
পরশু সবকটি নিরপেক্ষ সংবাদপত্রে ছাপা হবে 
সাফল্য এবং ব্যর্থতার খবর পাশাপাশি কলামে৷ 

ভারতবর্ষে প্রতিদিন একটা করে কারখানার দরজায় 
তালা ঝোলানো হচ্ছে৷ প্রতিদিন 
কয়েক হাজার শ্রমিক হাত কামড়াতে কামড়াতে বসে পড়ছে রাস্তায়৷ 
প্রতিদিন শত শত জমিহীন কৃষক 
গ্রামের মাটি থেকে উৎক্ষিপ্ত হয়ে ছিট্কে পড়ছে শহরের য়্যাসফাল্টে৷ 

ভিড় বাড়ছে৷ ট্রাফিক-জ্যাম বাড়ছে৷ শনি বাড়ছে৷ গ্রহ-শান্তি বাড়ছে৷ 
লটারি বাড়ছে৷ আইন-শৃঙ্খলার সমস্যা বাড়ছে৷ 
নেতাদের আয়তন বাড়ছে৷ 
সরকারী পক্ষের নেতা এখন বিরোধী পক্ষের নেতার সঙ্গে 
ন-ইঞ্চি ডুবে যাওয়া স্পঞ্জের ডিভানে বসে সেফটি ভাল্ভ্ খুঁজছেন ...
 
দু-একটা খুন, দু-একটা বলাৎকার, দু-একটা ব্যাঙ্ক ডাকাতি 
বিক্ষোভ, বন্ধ্... পঞ্চাশ কোটি মানুষের দীর্ঘশ্বাস 
তাদের ঘৃণা এবং অবিশ্বাস... 
এর ভিতর দিয়ে কতটুকু বেরিয়ে আসতে পারছে? 
কিছু কিছু জমে যাচ্ছে না তো?...

ধুস্, তোমার প্রেসার কুকারটা এবার নামাও৷ 

সেই কখন থেকে একনাগাড়ে ফোঁসফোঁস করে যাচ্ছে - 
ঢাকনা খুলে দ্যাখো, হাড়-মাংস বোধ হয় আলাদা হয়ে গেল৷

No comments: