Wednesday, May 24, 2006

পাঁজরে খুরের ছাপ

পাঁজরে খুরের ছাপ
=========
-- কমলেশ পাল
খেলা ছিল অনুমতি প্রিয়
চৌকাঠ ডিঙোতে গেলে আমাদের স্নেহসিক্ত ঘর
বলে দিত : পেরিও না ডাকের সীমানা৷
যেও না বনের কাছে, বনে বৃক্ষ আছে;
অকারণ উত্তেজনা ফুটে থাকে বৃক্ষের শাখায়৷
পতাকা দণ্ডের মতো বন্যপথে রক্তাক্ত প্রত্যয়
জাগে অকস্মাত্৷

কোনো কোনো বৃক্ষকাষ্ঠে সম্ভাবিত দাবানল থাকে৷
তরুণ অশ্বত্থ ভাঙে মন্দিরের প্রাচীণ প্রথাকে৷
আমি কি ভেঙেছি কিছু শব্দ ছুঁড়ে লেখার খেলায়?
তবে এত হেষ্রা কেন? চোখে মুখে উন্মত্ত নি:শ্বাস!
ফেলেছ খুরের ছাপ স্বপ্নের পাঁজরে -
ঘোড়া ছেড়ে দেব না, সময়৷

No comments: