Wednesday, May 24, 2006

অভিমান স্থির পাললিক

অভিমান স্থির পাললিক
======================
"জলসখি শোন্" বলে লতানো মেয়েটি
কানে-কানে স্বপ্নকথা শোনাতো নদীকে৷
সে আজ জলের সাথে আড়ি দিয়ে
গুম বসে আছে৷

ফাগ ও চন্দন-মাখা কিছু নিশিলাজ
কেবল জলেরই কাছে মেলে ধরা গেছে এতদিন;
প্রদীপ ভাসানো গেছে ব্রত-অন্তে প্রিয় পতি চেয়ে৷
সেই জল গতরাত্রে ভেঙেছে বিশ্বাস -
ডাকিনী নদীর জল খেয়েছে মা-বাপ বাড়িঘর৷
কিছু নাই, কেউ নাই, স্বপ্নশূন্য বসে আছে মেয়ে -
পা-ছুঁয়ে ডাকাত-জল নির্দয় তামাশা খেলে যায় ৷৷৷৷৷

মেঘ বৃষ্টি হাওয়া হুহু নিয়ে
সর্ব অঙ্গ পাললিক, ভূমিকন্যা গুম বসে আছে -
"জলসখি" বলে আর ডাকবে না নদীকে কখনও৷

No comments: