Wednesday, May 24, 2006

আগুনের বর্ণমালা

আগুনের বর্ণমালা
- কমলেশ পাল
======================
চিতাশয্যয় শয়ন করে একজন অয়স্কান্ত পুরুষ
হুতাশনকে আদেশ করলেন :
অগ্নি, তুমি আমার নশ্বরতা লেহন কর৷

তিনি একজন যোদ্ধা এব ংকবি৷
তিনি তাঁর কলমটিকে বহুবার বহুযুদ্ধে
মানুষখেকো পশুত্বের বিরুদ্ধে ব্যবহার করেছেন
তীক্ষÁ বর্শাফলকের মতো৷

ক্ষুধার্ত মানুষের কান্না কাতরতা
শ্রমকাতর মানুষের পেশী-নিংড়ানো কালো ঘাম
ক্রুশবিদ্ধ মানুষের জবা-জবা রক্ত -
তাঁর বুকের বিশাল জলায়
মাটি, জল আর হোগলা বনের প্রান্তরে ঘুরতে ঘুরতে
মুদ্রিত হয়ে যেত কবিতার ভাষায়৷

সেই কবিতার উপর থেকে সরে গেল তাঁর হাত৷
সরে গেল তাঁর শারীরিক ছায়া৷
এখন স্পষ্টতই আমাদের সামনে তাঁর লেখা তাঁর উত্তরাধিকারী৷

যে আগুন তাঁর শরীরকে লেহন করে করেছে নি:শেষ
তাঁর লেখা, তাঁর কবিতা সেই আগুনকে লেহন করে
আমাদের সামনে দপ্দপ্ করে জ্বলছে৷

No comments: