Wednesday, May 24, 2006

প্রেম

প্রেম
-- কমলেশ পাল


ফরাসী জানিনে আমি, প্রেম করি চুটিয়ে বাংলায়৷
মেজাজ খারাপ হলে কষে ঝাড়ি বাংলা খেউড়৷
উজানে গম্ভিরা শুনে ভেসে যাই
ভাটিয়ালি টানে -
সারি জারি বাউলে কেত্তনে
এ জীবন ধুলো করে যাই৷

রে ভাষা, জড়াতে তোকে শিশু হব, সাপ হব -
চেরা জিভে দুধ খাব দু-বাংলার গঙ্গা-পদ্মা হতে৷
মরে যাব তোর দেওয়া বর্ণমালা গলায় জড়িয়ে৷
বিষ দিলে বাংলা খাব, বিলিতি খাব না৷
নেশা করে মরে যাব -
সালাম বরকত হয়ে যাব,
আইফেল টাওয়ারে চড়ে
বাংলায় চেঁচাব
নির্দ্বিধায়৷

ফরাসী জনিনে আমি, প্রেম করি চুটিয়ে বাংলায়৷

No comments: